বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি আজ।
ম্যাচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।
কিছু তথ্য জানা জরুরি। তা হচ্ছে, এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮বার মুখোমুখি হয়েছে এই দুই দেশ। প্রতিবারই পরাজিত হয়েছেন টাইগাররা। ক্লোজ ম্যাচ হয়েছে দুটি। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে মুশফিক-মাহমুদউল্লাহর চরম ভুলে তীরে গিয়ে তরী ডুবে লাল-সবুজ জার্সিধারীদের। টিম ইন্ডিয়ার কাছে মাত্র ২ রানে সেই হার এখনও পোড়ায় দেশের কোটি ক্রিকেটপ্রেমীদের।
এর পরের হারটি আরও দগদগে। ২০১৮ সালে নিদাহাস ট্রফির ফাইনালে জিততে জিততে হেরে যায় বাংলাদেশ। দীনেশ কার্তিকের অতিমানবীয় ইনিংসে শিরোপা হাতছাড়া হয় টাইগারদের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম/ মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, আরাফাত সানি, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও আবু হায়দার রনি/তাইজুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here