সীতাকুণ্ডে গলায় ফাঁসদিয়ে শহিদুল ইসলাম (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। আজ (১৩ মে) বুধবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গুলিয়াখালী গ্রাম থেকে সীতাকুণ্ড মডেল থানার এসআই কায়েমুল ইসলামের নেতৃত্ব পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশটি উদ্ধার করেন।
ময়নাতদন্তের জন্য চমেক মর্গে প্রেরণ করে করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার (ইন্টেলিজেন) সুমন বনিক।
তিনি সাংবাদিকদের বলেন, মুরাদপুর গুলিয়াখালী গ্রামের নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় শহিদুল ইসলাম নামের এক যুবকের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার যুবক শহিদুল ইসলাম গভীর রাতে তিনি কোন এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তিনি মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালি গ্রামের বাসিন্দা মোঃ রুহুল আমিনের পুত্র। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিন শফিক জানান, গত ৬ মাস পূর্বে বিয়ে করে শহিদুল । তবে এখনো বউকে ঘরে তুলে আনেনি।
তার দুই ভাই বিদেশের ওমানে থাকেন। দেশে লকডাউনের ফলে বেকার অবস্থায় দীনজাপন করে আসছিলেন শহিদুল। কয়েকদিন আগে বিদেশে থাকা তার ভাইদের কাছে ঈদ উপলক্ষে কিছু টাকা চায় । কিন্তু তার ভাইরাও বিদেশে লকডাউনের কারনে তারা সমস্যায় আছে বললে ক্ষোভ ও অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
আরো পড়ুন : সীতাকুন্ডে করোনায় আক্রান্ত ব্যাক্তির মৃত্যু