চট্টগ্রামের সব বিপনিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। মার্কেটের পাশাপাশি ফুটপাতে কোনও হকার বসতে পারবে না বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে।
শনিবার দুপুরে, পুলিশ কমিশনারের সাথে দোকান মালিক সমিতির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে আরো জানানো হয়, অনলাইনে ক্রেতারা তাদের কেনাকাটা করতে পারবেন।
দোকান মালিক সমিতির নেতারা জানান, গুটিকয়েক শপিং মল স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখার পক্ষে মত দিলেও, বেশিরভাগ মালিক এর বিপক্ষে। জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরো পড়ুন: চট্টগ্রাম