পটিয়ার ২ ওয়ার্ড লকডাউন ঘোষণা

জনতার ডেস্ক : দেশ জনতার বাণী

লকডাউন ঘোষণা

চট্টগ্রাম: পটিয়ার জিরি ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ড লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার (৮ মে) দুপুর থেকে আগামী ১৪ দিন এ দুই ওয়ার্ড লকডাউন থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা।

তিনি জানান, গত ৫ মে ৪ নম্বর ওয়ার্ডের ৬০ বছর বয়সী এক বাসিন্দা করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। ৬ মে রাতে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

‘যেহেতু তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের কয়েকশ মানুষ তার বাড়ি এসেছেন, তাই সতর্কতার অংশ হিসেবে আমরা ওই দুই ওয়ার্ড লকডাউন করে দিয়েছি।’

পটিয়ার সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাসান জানান, শুক্রবার স্থানীয় ইউপি সদস্য এবং পুলিশের উপস্থিতিতে ৪ ও ৫ নম্বর ওয়ার্ড লকডাউন ঘোষণা করা হয়েছে।

‘এখন থেকে এ দুই ওয়ার্ডের কেউ এলাকার বাইরে যেতে পারবেন না। বাইরে থেকে কেউ সেখানে ঢুকতে পারবেন না। জরুরি প্রয়োজনে কাউকে বের হতে হলে উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে স্বাস্থ্যবিধি মেনে বের হতে হবে।

আরও পড়ুন: করোনাভাইরাস