করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মৃত এসকান্দর উল্লাহ (৫৪) ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ৯ জন মারা গেলেন।
বুধবার (৬ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, ব্রংকাইটিসে আক্রান্ত ওই রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর গত ৩ মে তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। শুরু থেকেই তাকে আইসিইউতে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়।
তিনি দুইদিন সুস্থ ছিলেন। আজ (বুধবার) সকালে হঠাৎ অবস্থার অবনতি হয়। এরপর তিনি মারা যান।
সম্ভবত তিনি ধূমপায়ী ছিলেন। আমাদের প্রচলিত যে চিকিৎসা, সেটি তাকে দেওয়া হয়েছে। কিন্তু বাঁচানো যায়নি।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর জানান, মৃত এসকান্দর আগে নগরের সরাইপাড়া ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরো পড়ুন : চট্টগ্রামের সংবাদ