করোনাভাইরাস পরিস্থিতিতে কাজ বন্ধ হয়ে বেকায়দায় পড়া গরিব অসহায় জনগোষ্ঠীকে সহায়তা দিতে ত্রাণসামগ্রী বিতরণ করছে সরকার। তবে বিভিন্ন এলাকায় সরকারি ত্রাণের চাল চুরির খবর পাওয়া যাচ্ছে। হাতেনাতে ধরা হচ্ছে ত্রাণআত্মসাৎকারীদের। এর সঙ্গে জড়িত সন্দেহে জনপ্রতিনিধি এবং ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে সরকার।
৬৪ জেলা প্রশাসনের বরাত দিয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়, ২৯ এপ্রিল পর্যন্ত চাল বরাদ্দ করা হয়েছে এক লাখ ১৪ হাজার ৬৭ মেট্রিক টন। আর বিতরণ করা হয়েছে ৮৮ হাজার ৫৮৩ মেট্রিক টন। বিতরণ করা চালেউপকারভোগী পরিবারের সংখ্যা ৭৮ লাখ ৩৭ হাজার ৭৩৫টি। আর উপকারভোগী লোকসংখ্যা তিন কোটি ৫০ লাখ ১৯ হাজার ৭২ জন।
তথ্যে দেখা যাচ্ছে, ২১ জেলায় প্রায় ৩৩০ মেট্রিক টন চাল চুরির অভিযোগ রয়েছে। এসব চাল চুরি বা আত্মসাতে জড়িত থাকার ঘটনায় ৮৯ জনকে আটক করা হয়েছে। মামলা হয়েছে ৮১টি। বিভিন্ন জেলায় চুরির ঘটনা ঘটলেও গাজীপুর, সুনামগঞ্জ, মানিকগঞ্জ, ঝিনাইদহ, বান্দরবান ও গাইবান্ধায় চাল চুরির কোনও ঘটনা জানা যায়নি।
আরো পড়ুন : করোনাভাইরাস