র‌্যাবের অভিযানে

সীতাকুণ্ডের ভাটিয়ারী মাদামবিবিরহাট এলাকায় র‌্যাবের অভিযানে ১২ কেজি গাঁজা,৩২৮ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব-৭ । এসময় মাদকদ্রব্য ব্যবহৃত একটি প্রাইভেটকার ও জব্দ করা হয়েছে।

সোমবার (৩ মে) রাত ১০ টার দিকে উপজেলার মাদামবিবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পার্শ্বে একটি দোকানের সামনের থেকে এসব মাদক উদ্ধার করা হয় ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থেকে কতিপয় মাদক ব্যবসায়ীরা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ-৩৯-১৮৬৬) যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে । এমন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ চেকপোস্ট স্থাপন করেন র‌্যাব-৭। পরে চেকপোস্টের দিকে আসা একটি প্রাইভেটকারকে সন্দেহজনক হলে গাড়িটি গতিরোধ করেন র‌্যাব সদস্যরা । পরে উক্ত প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে গাড়ির চালকসহ ৩ জনকে আটক করা হয় ।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে প্রাইভেটকারটি তল্লাশী করে পিছনের বনেট এর ভিতর কৌশলে রক্ষিত অবস্থায় ১২ কেজি গাঁজাও ৩২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম, থানাধীন এলাকার মোঃ সুজন (২০) একই জেলার মোঃ আবুল কালাম(২৫)ও খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানাধীন এলাকার ইদ্রিছ মিয়া (৩৫) । জব্দকৃত প্রাইভেটকারের আনুমানিক মূল্য ২০ লক্ষ ও মাদকদ্রব্যের মূল্য ৪ লক্ষ ৪৮ হাজার টাকা হবে। আটককৃতদের ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।