সেহরি-ইফতার

জনতার বাণী অনলাইন ডেস্ক.
বাকলিয়ায় ৭০০ পরিবারকে সেহরি-ইফতার সামগ্রী বিতরণ করলেন ঝর্ণা।
চট্টগ্রাম নগরীর বৃহত্তর বাকলিয়া এলাকায় ৭০০ পরিবারের নিকট সেহেরি ও ইফতার সামগ্রী পৌঁছে দিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী মাহমুদা সুলতানা চৌধুরী ঝর্ণা।

বিএনপি মনোনীত সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা সুলতানা চৌধুরী ঝর্ণা লকডাউনে ঘরবন্দি বৃহত্তর বাকলিয়ার অসহায় মানুষের মাঝে ২১ এপ্রিল হতে আজ অবধি বিভিন্ন ধাপে তিন ওয়ার্ডে প্রায় ৭০০ পরিবারের নিকট উপহার স্বরুপ সেহেরি ও ইফতার সামগ্রী পৌঁছে দেন।
ঝর্ণা বলেন, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের দুঃসময়ে পাশে দাড়িয়ে আমার নির্বাচন আসন চসিক সংরক্ষিত আসন ০৬ বাকলিয়া ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ডের হতদরিদ্র ও ঘরবন্দী অসহায় মানুষের পাশে দাড়িয়েছি।

পাশাপাশি প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ আমার বাকলিয়াবাসীর পাশে থাকুন। অন্যতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তিনি আরো বলেন প্রশাসন এবং কাউন্সিলরগণ উপহার সামগ্রী বিতরণে দলীয় দৃষ্টি-ভঙ্গী পরিবর্তন করে সাধারণ নাগরিক হিসাবে নিন্ম আয়ের সকল বাকলিয়াবাসীর মাঝে সরকারী সাহায্য পৌঁছে দেয়ার অনুরোধ জানান। উল্লেখ্য, বাকলিয়ার তিনটি ওয়ার্ডের ব্লক/ইউনিট অনুসারে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, মহিলাদল নেতৃবৃন্দের উপস্থিতিতে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here