করোনা দুর্ভোগ

করোনা দুর্ভোগ এড়াতে চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় ১৭ হাজার পরিবারের নিকট উপহার সামগ্রী বিতরণ করে অনন্য নজির স্থাপন করেছেন ওয়াসিম উদ্দিন চৌধুরী দম্পতি।

ভাইরাস সংক্রমণের কারনে বিশ্বে এক মহামারি আকার ধারণ করেছে। পুরো বিশ্ব আজ থমকে গেছে করোনার কাছে। (COVID-19) করোনা ভাইরাস যার থাবা এসে পড়েছে বাংলাদেশে, দেশে সংক্রমণ বেড়েই চলছে দিন দিন।

এমতাবস্থায় দেশে অধিকাংশ মানুষের কর্মঘণ্টা বন্ধ প্রায়, এমন সময় খুব ঝুঁকির মধ্যে দিনপার করে যাচ্ছে অনেক অসহায় মানুষ। দেশে করোনা ছোবার শুরু থেকেই আজ অবধি নগরীর ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড আওতাধীন আমবাগান, উত্তর নালাপাড়া, দক্ষিণ নালাপাড়া, ঝুউতলা এস.এম স্কুল ও ছিন্নমূল বস্থি এলাকায় প্রায় ১৭ হাজার কর্মহীন দুঃস্থ অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে অনন্য নজির স্থাপন করেছেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩’নং পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওয়াসিম উদ্দীন চৌধুরী।
তারপক্ষে তার সহধর্মিণী রোমানা চৌধূরীর সর্বোচ্চ সহযোগিতা ও আন্তরিক ব্যবস্থাপনায় উক্ত এলাকার ঘরে ঘরে গিয়ে ১৭ হাজার পরিবারের নিকট উক্ত উপহার সামগ্রী বিতরণ করতে পেরে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ওয়াসিম ।

তিনি বলেন, প্রতি বছর আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার এলাকার সকল ধরনের মানুষের কাছে ভালোবাসার উপহার দিয়ে থাকি।

বর্তমান এ করোনার কারণে যারা দিন এনে দিন খায় তাদের খুবই কষ্ট হচ্ছে তাই তাদের জন্য এবং যারা চাকুরিজীবী তাদের ও খুবই কষ্ট হচ্ছে তাই তিনি তার এলাকায় দুস্থ দরিদ্র এবং মধ্যবিত্তদের জন্য তার পক্ষ থেকে এই ভালোবাসর উপহার সরুপ ইফতার ও সেহেরীর প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি।

মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী আরও বলেন, আপনারা সাবান দিয়ে হাত ধৌত করবেন আর বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির হবেন না। সকলের সচেতনতার মাধ্যমে আমরা এই দূর্যোগ থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ ।

সমাজের সকল রাজনৈতিক নেতা ও বিত্তবানদের মানবতার কল্যানে এগিয়ে আসার জন্যও আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here