বাঁশখালী

জনতার বাণী অনলাইন ডেস্ক.
করোনায় অসহায় ঘরবন্দীদের পাশে বাঁশখালী এনকর্ড ট্রাস্ট (BAT)
বাঁশখালীতে ঘরবন্দী হতদরিদ্রের মাঝে বাঁশখালী এনকর্ড ট্রাস্টের উদ্যোগে ৫০ পরিবারকে রমজান ফুড প্যাক বিতরণ করা হয়েছে।
বাঁশখালী ভিত্তিক এই ব্যবসায়ীক ট্রাস্টের উদ্যোগে বাঁশখালী উপজেলার বিভিন্ন যায়গায় প্রায় ৫০ পরিবারের মাঝে এই খাদ্য দ্রব্য বিতরণ করা হয়।
করোনা ভাইরাস (COVID-19) সংক্রমণের কারনে গ্রামের অধিকাংশ মানুষ যখন কর্মহীন প্রায় এমন সময় এই উপহার সামগ্রী পেয়ে সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাঁশখালী এনকর্ড ট্রাস্টের সফলতা কামনা করেছে উপহার সামগ্রী পাওয়া ব্যক্তিবর্গরা।
বাঁশখালীর তরুণ শিক্ষিত যুবকদের নিয়ে সর্বোচ্চ পঞ্চাশ শেয়ার সদস্য বিশিষ্ট উক্ত ব্যবসায়ীক সংগঠনটি ২০১৮’ সালের শেষের দিকে গঠন করা হয়। যা ইতোমধ্যে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সংগঠনটির গঠনতন্ত্র অনুসারে তাদের আয়ের ১০ শতাংশ সমাজের বিভিন্ন জনকল্যাণমুলক কাজে ব্যয় করার কথা রয়েছে।
বাঁশখালীবাসীর যে কোন দূর্যোগের সময় এলাকার মানুষদের পাশে থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।

ইতোমধ্যে প্রাথমিকভাবে ৫০টি পারিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে এবং পরবর্তীতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে ট্রাস্ট কতৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here