ডা. মঈন উদ্দিন
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মইন উদ্দিনের মৃত্যু হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক মৃত্যুবরণকারী ডা. মঈন উদ্দিন বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুৎসা রটনাকারী এক যুবককে গ্রেফতার করেছে সাইবার পুলিশ, সিআইডি।

আজ বুধবার (২২ এপ্রিল) সাইবার পুলিশ, সিআইডি রাজধানীর বাড্ডা এলাকা থেকে রিয়াজুল আবির(৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, গত ১৫/০৪/২০ তারিখে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মঈন উদ্দিন করোনায় মৃত্যুবরণ করার পর এ বিষয়ে চিকিৎসক সমাজকে উসকে দেবার জন্য কতিপয় কুচক্রি মহল মৃত ডাক্তারকে জড়িয়ে নানান কুৎসামূলক বক্তব্য স্যোশাল মিডিয়া তে প্রচার করতে থাকে। এতে চিকিৎসকদের অনেকেই সাইবার পুলিশের সাথে যোগাযোগ করে এবং সামাজিক মাধ্যমে অপপ্রচারকারী দায়ী আইনগত ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানায়।

তাছাড়া সাইবার পুলিশের ২৪/৭ অনলাইন মনিটরিং সেল ডাঃ মঈন উদ্দিন সহ চিকিৎসক সমাজের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো বিভিন্ন পোস্ট শনাক্ত করে। তারই ধারাবাহিকতায় সাইবার পুলিশের একটি বিশেষ টিম রাজধানীর বাড্ডা এলাকা থেকে অদ্য ২২/০৪/২০২০ তারিখে অভিযুক্ত এইচ এম রিয়াজ(৩১), পিতা-মৃত আব্দুস ছাত্তার, মাতা-কচিরন নেছা, সাং-দাওকাঠী, পোস্ট-শ্যামপুর, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল কে গ্রেফতার করে। তার কাছে থেকে একটি মোবাইল সেট জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন আছে।
আরো পড়ুন: আইন আদালত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here