অদ্য ২৮ অক্টোবর ১৯ শনিবার দারুল ইরফান একাডেমির উদ্যোগে ২০১৯ সালের জেডিসি পরীক্ষার্থীদের নিয়ে এক দোয়া অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ কেফায়েত উল্লাহর সভাপতিত্বে মু: নুরশেদুল ইসলামের পরিচালনায় একাডেমির হল রুমে সকাল ১১.৩০ টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর সহযোগী অধ্যাপক ও কুরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আলী হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমির চীফ কো-অর্ডিনেটর নুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপ্যাল মিসেস হাসিনা ইয়াসমিন, শ্রেনি শিক্ষক জালাল উদ্দীন, নুরশেদুল ইসলাম প্রমুখ। প্রোগ্রামে হামদ ও নাতে রাসুল পরিবেশন করেন আল ইরফান শিল্পী গোষ্ঠীর ক্ষুধে শিল্পীরা প্রোগ্রামে নির্বাচনী পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রাত: ও দিবা শাখার ৬জনকে ক্রেস্ট দিয়ে পুরষ্কৃত করাহয়। দোয়া ও মুনাজাতের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষনা করেন একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ কেফায়েত উল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here