ওয়াশিংটন: আমার গাড়ির সাউন্ড সিস্টেম থেকে ভেসে আসা ধীর গতির দক্ষিণ আমেরিকান কণ্ঠটি প্রাণবন্ত সুরে বলে উঠল ‘তারা মনে করেছিল সে ব্যক্তি পূর্ব ইউরোপ থেকে আসা কোনো লোক।’ সেখান থেকে বক্তার বলা একটি গল্প ভেসে আসছিল সেখানে তিনি বলেছেন, কিভাবে তার আমেরিকান পরিবার প্রথমবারের মত একজন আরব পুরুষের সাথে সাক্ষাত করেছেন যে ব্যক্তি তার স্বামী হতে চলেছে।
তার পরিবার শঙ্কায় ছিল পশ্চিমা গণমাধ্যম সমূহে যেভাবে মধ্য প্রাচ্যের মানুষদের নেতিবাচক ভাবে চিত্রায়ন করা হয় তাদের সাথে ঠিক এমন একজন পুরুষের সাথে দেখা হবে কিন্তু শেষ পর্যন্ত তার মত বন্ধুত্ব পূর্ণ এবং ব্যক্তিত্ব পূর্ণ ব্যক্তির সাথে দেখা করতে পেরে আমরা খুশি ছিলাম।
নিকল কুইন এবং মনিকা ত্রাভেরজো নামের দুজন ইসলাম গ্রহণ কারী মুসলিম নারী কর্তৃক প্রচারিত পডকাস্ট ‘Salam, Girl!’ শুনছিলাম। তাদের প্রচারিত প্রথম পর্ব থেকে তারা যেভাবে হাস্যজ্জ্বল ভঙ্গিতে মাথায় প্রজাপতি আকৃতির ক্লিপ পরিধান করে অনুষ্ঠান পরিচালনা করেছিল এবং আজকের পর্বে তাদের হিজাব পরিধান করে উপস্থিত হওয়া ইত্যাদি বিবেচনায় এটি পরিষ্কার হয়ে গিয়েছে যে, এটি কোনো সাধারণ ধর্মীয় পডকাস্ট নয়।
তথাপি পডকাস্ট পরিচালনা কারী কুইন এবং ত্রাভেরজো তারা ইসলাম ধর্মের শিক্ষা ছড়িয়ে দেয়ার জন্য নিজেদের কাজ কে ইসলামের দাওয়াত দেয়ার অন্যতম হাতিয়ার হিসেবে ব্যাবহার করছেন।
হিজাব পরিহিত ‘jiu-jitsu’ যোদ্ধা, পুরস্কার বিজয়ী চলচ্চিত্রকার, শৈল্পিক মেক আপ শিল্পী সহ বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের সাক্ষাতকার গ্রহণের মাধ্যমে তারা তাদের পডাকাস্ট পরিচালনা করছেন।