দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন থেকে হাসপাতাল, স্কুল, কলেজ ও ক্রিকেট অ্যাকাডেমি করার ইচ্ছের কথা জানিয়েছেন সাকিব আল হাসান।
শুক্রবার (১৭ এপ্রিল) ফেসবুক লাইভে এ কথা জানান তিনি।
বড় আয়োজনে, সম্ভাব্য সব প্রস্তুতি নিয়ে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ উদ্বোধন করতে চেয়েছিলেন সাকিব। কিন্তু মহামারি করোনার সময় মানুষের পাশে থাকতে ‘মিশন সেইভ বাংলাদেশ’- এই স্লোগান নিয়ে আত্মপ্রকাশ হয়েছে দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন। প্রাথমিকভাবে আড়াই হাজার সুবিধাবঞ্চিত পরিবারকে সহায়তা করেছিল তারা। পরবর্তীতে করোনাভাইরাস নির্ণয়ের টেস্টিং কিট ও হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামাদিও সরবরাহ করছে ফাউন্ডেশনটি।
শুক্রবার ফাউন্ডেশনের ফেসবুক থেকে লাইভে এসে সাকিব বলেন, দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন শুরুতে ক্রীড়া বিষয়ক চিন্তা নিয়ে চালু করার ইচ্ছা ছিল। পরবর্তীতে স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে কাজ করার ইচ্ছে ছিল। আমি ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানটির যাত্রা আরও কিছুদিন পর শুরু করতে চেয়েছিলাম। কিন্তু মহামারির সময়ে এমন পরস্থিতিতে সবকিছু পরিবর্তন হয়ে যায়। সেজন্য চিন্তা আসল, এখনই সময় দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের যাত্রার। সাধারণ মানুষ এবং স্বাস্থ্য খাতে যদি কোনও সাহায্য করা যায়, সবাই সবার জায়গা থেকে নিশ্চিত সাহায্য করছে এরকম বিপদের সময়। এখন সব দেশেই বিপদ। মূলত সেখান থেকেই ফাউন্ডেশন চালুর ইচ্ছে জাগে।
ফেসবুক লাইভে ভক্তদের প্রশ্ন এবং কমেন্ট গ্রহণ করেন সাকিব। সেখানে একজন জানতে চান, সাধারণ মানুষের জন্য ফাউন্ডেশনের হাসপাতাল করার ইচ্ছা আছে কিনা? উত্তরে সাকিব বলেন, ‘ইনশাআল্লাহ। এরকম কিছু যদি করতে পারি, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। হাসপাতাল, স্কুল, কলেজ—এ ধরনের সেবা যদি দিতে পারি…আমি ক্রিকেটের মানুষ, যদি একটি অ্যাকাডেমি করতে পারি এ ফাউন্ডেশনের থেকে তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না। ’
‘মাত্র দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের যাত্রা শুরু হল। পরিস্থিতির কারণে হয়তো এভাবে শুরু করতে হয়েছে। অবশ্যই এরকম ইচ্ছে আমার আছে। আপনারা সবাই সহযোগিতা করেন, দোয়া করেন তাহলে এরকম কিছু করতে পারব অবশ্যই।
আরো পড়ুন: খেলাধুলা