করোনাভাইরাস বিস্তার রোধে তিনটি নির্দেশনাসহ সমগ্র বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১০ জনের মৃত্যুর পরই এ ঘোষণা এল। এ ছাড়া একই দিন রেকর্ড সংখ্যক ৩৪১ জন রোগী শনাক্ত হয়েছে।
সংক্রমক আইনের ক্ষমতাবলে স্বাস্থ্য অফিদপ্তর বিজ্ঞপ্তিতে যে ৩ টি নির্দেশনা প্রদান করেন তা হলো: ১। অতি প্রয়োজনীয় কাজ ছাড়া বের হওয়া যাবে না। ২। চলাচলে কঠিন নিয়োন্ত্রনারোধ ৩। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬ট পর্যন্ত বের হওয়াযাবে না।
এসব নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
