করোনায় সমগ্র বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা

করোনা ভাইরাস
করোনাভাইরাস বিস্তার রোধে তিনটি নির্দেশনাসহ সমগ্র বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

করোনাভাইরাসে দেশে  গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১০ জনের মৃত্যুর পরই এ ঘোষণা এল। এ ছাড়া একই দিন রেকর্ড সংখ্যক ৩৪১ জন রোগী শনাক্ত হয়েছে।

সংক্রমক আইনের ক্ষমতাবলে স্বাস্থ্য অফিদপ্তর বিজ্ঞপ্তিতে যে ৩ টি নির্দেশনা প্রদান করেন তা হলো: ১। অতি প্রয়োজনীয় কাজ ছাড়া বের হওয়া যাবে না। ২। চলাচলে কঠিন নিয়োন্ত্রনারোধ ৩। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬ট পর্যন্ত বের হওয়াযাবে না।

এসব নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here