চট্টগ্রাম: ফৌজদারহাটের বিআইটিআইডি নমুনা পরীক্ষায় চট্টগ্রামে ১১ এবং নোয়াখালীতে ১ জনসহ মোট ১২ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। এনিয়ে চট্টগ্রামে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৭ জনে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০ টায় এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
চট্টগ্রামে ১১ জনের মধ্যে নগরীর সাগরিকার এলাকায় ৪ জন, সাতকানিয়ার ৫ জন, ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ১জন এবং পাঁচলাইশ আবাসিক এলাকার ১জন (ডাক্তার) রয়েছেন। তবে এ চিকিৎসক বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বলে জানাগেছে।
এনিয়ে চট্টগ্রামে মোট ২৮ জনের শরীরেকরোনা ভাইরাসের আলামত মিলেছে।
আরো পড়ুন : চট্টগ্রাম