গণস্বাস্থ্য কেন্দ্রের কিট পরিক্ষার অনুমতি

ঢাকা: আগামী ২১ বা ২২ এপ্রিল গণস্বাস্থ্য কেন্দ্র তাদের উদ্ভাবিত দ্রুত করোনা শনাক্তের কিট অনুমোদনের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে হস্তান্তর করবে।

আজ (১৪ এপ্রিল) গনস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ এক সপ্তাহ পর (২১ বা ২২ এপ্রিল) কিট দেওয়ার কথা জানিয়ে বলেন, আগামী মঙ্গল বা বুধবার কিট হস্তান্তর করতে পারবো।

এছাড়া আগেও ১১ এপ্রিল সরকারের কাছে কিট হস্তান্তরের কথা থাকলেও গণস্বাস্থ্য কেন্দ্র আগের দিন তা স্থগিত করে গণমাধ্যমে বিবৃতি দেয়।

কী সমস্যার কারণে কিটের স্যাম্পল হস্তান্তর স্থগিত করা হয়েছিলো, জানতে চাইলে তিনি বলেন, ‘ইলেট্রিক্যাল প্লাস মেকানিক্যাল সমস্যা হয়েছিলো।ইলেকট্রিক্যাল ডিজাস্টার হয়েছিলো। এখন যাই হোক, এখন সব উত্তরণ হয়েছে। এখন কাজ করছি আমরা।আগামী মঙ্গল-বুধবার দিয়ে দেবো।’

`এর আগে ডা. জাফরুল্লাহ চেীধুরী জানিয়েছিলেন, তাদের উদ্ভাবিত কিট দিয়ে রক্তের গ্রুপ নির্ণয়ের মতো সহজে ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে করোনা রোগী শনাক্ত করা যাবে। এতে ২০০ থেকে আড়াইশ টাকা খরচ হবে। ডাক্তারের চেম্বার, ওষুধের দোকান, বিভিন্ন জায়গাতে বসে এই পরীক্ষাটা করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here