আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশ এর অন্যতম ক্লাব, এপেক্স ক্লাব অফ বারো-আউলিয়া বোর্ড সভা ও ১০১ তম ডিনার সভা অনুষ্ঠিত হয়েছে। এইচডিএস ইনস্টিটিউট সেমিনারে ২৬ অক্টোবর সন্ধ্যা ৭ ঘটিকা থেকে ৩ ঘন্টা ব্যাপী সভাটি পরিচালিত হয়। বারো-আউলিয়া ক্লাবের চেয়ারম্যান এপেক্সিয়ান নাছিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলদেশের ন্যশনাল একশন ডিরেক্টর ড. এস এম হাসান আলী। প্রধান অতিথি বোর্ডের সকলকে নিয়ে দাড়িয়ে জাতীয় সংঙ্গিত পরিবেশন করেন।
ক্লাবের সেক্রেটারী এপেক্সিয়ান মোঃ জিয়াউল হক জিয়া কোরআন তেলোয়াতের মাধ্যমে সভাটি শুরু করেন।
সভায় ২০২০ সালের জন্য ১১ সদস্য বিশিস্ট একটি নতুন কমিটি গঠন করা হয়। এছাড়া ২০১৯ সালের এজিএম পরিচালনার জন্য ৩ সদস্য বিশিস্ট কমিটি গঠন করা হয়।
ক্লাবের সেক্রেটারী এপেক্সিয়ান মোঃ জিয়াউল হক জিয়া এডিটর হিসেবে দায়িত্ব পালন করবে। এছাড়া ট্রেজারার হিসেবে এপেক্সিয়ান ডি.এম সোলায়মান ও সার্বিসের দায়িত্ব পালন করবেন এপেক্সিয়ান মহিউদ্দিন মোঃ আলমগীর।
সভায় ক্যন্সার আক্রন্ত একটি মেয়েকে সহযোগিতার জন্য সকলে আর্থিক সাহায্য প্রদান করেন।
সভায় অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি এপেক্সিয়ান বশির আহমেদ মনি, জুনিয়র সহ-সভাপতি এপেক্সিয়ান আনোয়ারুল কাদের, সেক্রেটারী এন্ড ডি.এন এডিটর এপেক্সিয়ান মোঃ জিয়াউল হক জিয়া, ট্রেজারার ডি.এম সোলায়মান, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান মহিউদ্দিন মোঃ আলমগীর, এপেক্সিয়ান মহিউদ্দিন, এপেক্সিয়ান রানা দাস, এপেক্সিয়ান মোসলেহ উদ্দিন খান জুয়েল, এপেক্সিয়ান এবিএম মুজাহিদুল ইসলাম বাতেন, এপেক্সিয়ান মোঃ খলিলুর রহমান, এপেক্সিয়ান শিবলী সাখাওয়াত ইলাহী, এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার ফয়সাল, এপেক্সিয়ান আবু তাহের বেলাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here