প্রেস বিজ্ঞপ্তি:
চীনের উহান থেকে উৎপত্তি করোনাভাইরাস (কোভিড-১৯) সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ভাইরাসটি দেশে দেশে থাবা দিয়ে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। প্রাণঘাতী এই ভাইরাস প্রতিরোধে কোনো কোনো দেশে কারফিউ বা জরুরি অবস্থা কিংবা লকডাউন ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশেও কার্যত সারা দেশ লকডাউনের মধ্যে রয়েছে। এ অবস্থায় খেটে খাওয়া থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ ঘরবন্দি হয়ে পড়েছেন। স্থবির হয়ে পড়েছে জনজীবন।
দেশের এ পরিস্থিতিতে এক মাসের বাড়ি ও দোকান ভাড়া মওকুফের প্রজ্ঞাপন জারির জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতির সভাপতি আইনজীবী আবেদ রাজা এই দাবি জানান।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ভাড়াটিয়াদের চরম দুর্দশা বিবেচনা করে সহৃদয়শীল বাড়ি মালিকরা ভাড়া মওকুফ করবেন বলে আশাবাদ ব্যক্ত করি।