নিজস্ব প্রতিবেদক,পার্বত্যবাণী:
সারাদেশে ভয়াবহ কোরনা পরিস্থিতিতে অঘোষিত লকডাউন চলছে।এতে সব চেয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবী খেয়ে খাওয়া মানুষ।এমতাবস্থায় রাংগামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার দূর্গম এলাকার ১৫০ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন বাঘাইছড়ি সমিতি চট্টগ্রাম। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সদস্য অধ্যাপক আমির হোসেন আমির, তাহের হোসেন, মোঃহামিদ ,মোঃআফছার হোসেন, মোঃ আজগর আলী, মোঃ ইকবাল হোসেন ,মোঃনুর আলম,প্রমূখ।
সমিতির সাধারণ সম্পাদক এ বি এম মুজাহিদুল ইস্লাম বাতেন বলেন বাঘাইছড়ি সমিতি চট্টগ্রাম একটি অরাজনৈতিক সেবা মূলক সংগঠন। পিছিয়ে পড়া জজনগোষ্ঠীর প্রতি সাধ্যানুযায়ী সেবা অব্যাহত থকবে।এ সময় তিনি সংগঠনেত নেতৃবৃন্দের প্রতি এবং যারা আর্থিক ও শারীরিক সহায়তা দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সমিতির সভাপতি মোঃ হাবিব উল্লাহ বলেন সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যা ভবিষ্যতে অব্যাহত থাকবে।