নভেল করোনাভাইরাস মহামারী পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে সম্ভাব্য মহাদুযোর্গ মোকাবিলায় ৮৭ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের ‘প্যাকেজ প্রস্তাবনা’ দিয়েছে বিএনপি।

শনিবার গুলশানে বিএনপি চেয়ারপাসরনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্যাকেজ প্রস্তাবনা তুলে ধরেন।

স্বল্প মেয়াদী খাতে ৬১ হাজার কোটি টাকা, মধ্য মেয়াদী খাতে ১৮ হাজার কোটি টাকা এবং অতিরিক্ত আরো ৮ হাজার কোটি টাকা প্রস্তাবনা রয়েছে এতে। তবে দীর্ঘ মেয়াদী প্রস্তাবণায় সুনিদিষ্টভাবে খাতওয়ার বরাদ্ধের কথা বলা হয়নি।

স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী খাতের আওতায় ২৭ দফার এই প্রস্তাবনায় সুপারিশসমূহ সরকারের কাছে বিএনপি প্রেরণ করবে।

মির্জা ফখরুল বলেন, আমরা ইতিমধ্যে করোনা ভাইরাস নিয়ে দলের বক্তব্য তুলে ধরেছি। এখন আমরা শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রের জন্য কতগুলো পদক্ষেপের প্রস্তাব রাখছি। তন্মধ্যে কিছু পদক্ষেপ নিতে হবে স্বল্প-মেয়াদী অনতিবিলম্বে, আর সময়ক্ষেপন না করে। কিছু মধ্য মেয়াদে এবং কিছু দীর্ঘ মেয়াদী।

তিনি বলেন, আমাদের প্রদত্ত সুপারিশসমূহ বাস্তবায়নের জন্য জিডিপির ৩ শতাংশ অর্থ সমন্বয়ে ৮৭ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল ঘোষণা করতে হবে। শাটডাউন প্রত্যাহার হলে নতুন করে একটি সংশোধিত আর্থিক প্যাকেজ প্রদান করতে হবে যে, সকল সেক্টারের অর্থনৈতিক কর্মকান্ড সাধারণ ছুটিপূর্ব স্তরে ফিরে আসতে সক্ষম হয়।

এই দুযোর্গ মোকাবিলায় দলের অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘জাতীয় ও বৈশ্বিক মহাদুযোর্গ মোকাবিলায় যেকোনো গঠনমূলক ও কল্যাণমুখী উদ্যোগে শামীল হতে বিএনপি প্রস্তুত রয়েছে। এই দুযোর্গ পরিস্থিতিতে দম্ভ, অহংকার ও রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে সরকারকেই এই ঐক্যমত প্রতিষ্ঠায় অগ্রনী ভুমিকা গ্রহন করতে হবে। কারণ উদ্যোগটা পুরোটাই সরকারের।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সমিন্বিত পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়নের মাধ্যমে মহান আল্লাহর অশেষ রহমতে আমরা এই দুযোর্গে কাটিয়ে উঠতে সক্ষম হবো-ইনশাল্লাহ।

করোনাভাইরাস সংক্রামণে দারিদ্র্য গৃহহীন দুঃস্থ জনগোষ্ঠির মুখে খাবার তুলে দিতে দেশের জনহিতৈষী ও বিত্তবানদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here