অনলাইন ডেস্ক,
করোনায় অসহায় হওয়া হতদরিদ্র ঘরবন্দীদের মাঝে নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী প্রদান করলেন চসিক নির্বাচনে ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড হতে কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ওয়াসিম উদ্দিন চৌধুরী।
চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া বিশ্বব্যাপী ভয়ঙ্কর করোনাভাইরাসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ববাসী। এতে বাংলাদেশেও এই ভাইরাস ব্যাপকভাবে সংক্রমণের বেশ সম্ভাবনা রয়েছে, এই ভাইরাস সংক্রমণ থেকে বাঁচার লক্ষে পুরো দেশে এখন থমথমে অবস্থা বিরাজমান ও এমন সময় সাধারণ শ্রমজীবী সহ প্রায় সকল স্তরের মানুষে স্বাভাবিক কার্যক্রম বন্ধ প্রায়।
এমন সময় খুব ঝুঁকির মধ্যে দিনপার করছেন অনেক অসহায় মানুষ তাদের মাঝে গতকাল বিকেলে চট্টগ্রাম নগরীর ১৩ নং ওয়ার্ড আওতাধীন আমবাগান, উত্তর নালাপাড়া, দক্ষিণ নালাপাড়া, ঝুউতলা এস.এম স্কুল ও ছিন্নমূল বস্থি এলাকা সহ বিভিন্ন এলাকায় এই খাদ্যসামগ্রী (ত্রাণ) দেওয়া হয়
সাধারণ খেটে খাওয়া মানুষ এখন অসহায় প্রায়, অধিকাংশের কর্মঘণ্টা এখন প্রায়ই বন্ধ। এমন সময় গরীব ও হতদরিদ্রের পাশে দাড়িয়ে সমাজের অনেক বিত্তশালী, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে এই দুর্যোগপূর্ন সময়ে মানবিকতার দৃষ্টান্ত রেখে যাচ্ছে সমাজের অনেক।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী ওয়াসিম উদ্দীন চৌধুরী পক্ষে তার সহধর্মিণী রোমানা চৌধূরীর নিজ ব্যবস্থাপনায় উক্ত এলাকার ঘরে ঘরে গিয়ে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।