প্রেস রিলিজ:
মহামারি করোনা ভাইরাসে বিশ্ব তথা দেশের মানুষ অসহায়, নিরুপায় প্রায় সকলেই ঘরবন্দী। প্রত্যেক ভাড়াটিয়া তথা সকল মানুষের আয় রোজগারের পথ অনেকটাই বন্ধ। মানুষ আতংক আর জীবন মৃত্যুর কঠিন সন্মুখে নিজেদের দিনাতিপাত করছে। মানুষের কষ্ট লাগবের জন্য মার্চ ও এপ্রিল মাসের ঘরভাড়া মওকুফের দাবী জানিয়েছেন বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সহায়তা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা এস.এম.লিয়াকত হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব। তারা এক যুক্ত বিবৃতিতে ২০২০ সালের মার্চ, এপ্রিল ২ মাসের ভাড়া মওকুফের জন্য সরকারিভাবে নির্দেশনা প্রদানের দাবী জানান। একইসাথে নেতৃবৃন্দরা জমিদারদের ট্যাক্সসহ, পানি, বিদ্যুৎ ও গ্যাস বিলের উপর যথাসম্ভব মওকুফ বা ছাড় দেওয়ার জন্য সরকারের সহায়তা কামনা করেন। নেতৃবৃন্দরা আশা করেন সকল ভাড়ির মালিক এ মানবিক কাজটি করে মানুষের কষ্ট লাগবে গুরুত্বপুর্ণ অবদান রাখবে । নেতৃবৃন্দরা সকল ভাড়াটিয়াকে ২০২০ সালের মার্চ, এপ্রিল মাসের ভাড়া মওকুফের জন্য নিজ নিজ অবস্থান থেকে সকল জমিদারের নিকট লিখিত আবেদনের আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here