ব্যাপারটা অনুমিতই ছিল। এ মাসে নতুন করে ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’ মুক্তির পর ছবিটির সর্বকালের সেরা ব্যবসাসফল চলচ্চিত্র হওয়া ছিল শুধু সময়ের ব্যাপার। ২০ জুলাই হলো সেটাই। ২৭৮ কোটি ৯৯ লাখ ৮৪ হাজার ১৯৩ ডলার আয় নিয়ে মার্ভেল স্টুডিওর ‘এন্ডগেম’ এখন শীর্ষ ব্যবসাসফল ছবি।

গতকাল আনুষ্ঠানিকভাবে খবরটি জানায় মার্ভেল ও ডিজনি। জানানো হয় আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ‘অ্যাভাটার’-এর চেয়ে ‘এন্ডগেম’-এর ব্যবধান এখন পাঁচ লাখ ডলারও বেশি।

কমিক-কন উৎসবে মার্ভেল প্রধান কেভিন ফেইগি বলেন, “মার্ভেল স্টুডিও ও ওয়াল্ট ডিজনি স্টুডিওর দলকে বড় একটা অভিনন্দন। যারা ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’কে একটা ঐতিহাসিক উচ্চতায় পৌঁছে দিয়েছে।” গেল এপ্রিলে এই সুপার হিরো

ছবিটি মুক্তির পর থেকেই একটার পর একটা রেকর্ড ভাঙছিল। প্রথম দিনেই বিশ্বব্যাপী রেকর্ড ১২২ কোটি ডলার আয় করে তাক লাগিয়ে দিয়েছিল। তখনই বোঝা গিয়েছিল দ্রুতই ‘অবতার’-এর রেকর্ড ভেঙে দেবে ছবিটি। মাঝে কিয়ানু রিভসের ‘জন উইক ৩’ মুক্তির পর ‘এন্ডগেম’-এর ব্যবসা কিছুটা কমে গেলেও এ মাসে নতুন করে মুক্তি দেওয়া হয়।

অ্যান্থনি রুশো ও জো রুশো পরিচালিত বহু তারকার এই ছবিতে অভিনয় করেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস হেমসওয়ার্থ, ক্রিস ইভান্স, স্কারলেট জোহানসনপ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here