জনতার বাণী অনলাইন ডেস্ক,
করোনা ভাইরাসে অসহায় ও হতদরিদ্রদের পাশে দাড়িয়েছে সাউদার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া বিশ্বব্যাপী ভয়ঙ্কর করোনাভাইরাসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ববাসী। এতে বাংলাদেশেও এই ভাইরাস ব্যাপকভাবে সংক্রমণের বেশ সম্ভাবনা রয়েছে, এই ভাইরাস সংক্রমণ থেকে বাঁচার লক্ষে পুরো দেশে এখন থমথমে অবস্থা বিরাজমান।

সাধারণ খেটে খাওয়া মানুষ এখন অসহায় প্রায়, অধিকাংশের কর্মঘণ্টা এখন প্রায়ই বন্ধ। এমন সময় গরীব ও হতদরিদ্রের পাশে দাড়াচ্ছে সমাজের অনেক বিত্তশালী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

গরীব অসহায় শ্রমজীবী ও হতদরিদ্রদের এই দুঃসময়ে পাশে দাড়িয়ে চট্টগ্রাম নগরীর সাউদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ছাত্রলীগ শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তৌফিক চৌধুরী নেতৃত্বে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অসহায় গরীব ও শ্রমজীবীদের নিকট এই খাদ্য সামগ্রী (ত্রাণ) বিতরণ করা হয়।
এসময় খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন আনছার উল্লা সৌরভ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি সভাপতি মোঃ রিয়াদ, সাংগঠনিক সম্পাদক শাহাদাত শুভ, দপ্তর সম্পাদক জুনায়েদ, ছাত্রলীগ নেতা আরফাত আলী, মিটুন, শুভ, জাহিদুল করিম, মনির, মুহিন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here