জনতার বাণী অনলাইন ডেস্ক, মোহাম্মদ মহিউদ্দিন.
কর্ণফুলীতে ভয়ংকর করোনা ভাইরাস প্রতিরোধে নির্বাহী অফিসারের অভিযান।
পুরো বিশ্ব নিস্তব্দ ভয়ংকর করোনা ভাইরাস নিয়ে এই ভয়ংকর মহামারী থেকে বাঁচতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার।
কিন্তু সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখায় সকাল থেকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ভয়ংকর করোনা ভাইরাস প্রতিরোধে কর্ণফুলী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, হাট বাজার ও গ্রাম-গঞ্জে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোহাম্মদ নোমান হোসেন।
আজ ২৫শে মার্চ সকাল থেকে দিকে সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার এবং গ্রাম-গঞ্জে এ অভিযান চালান।
এই ব্যাপারে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (UNO) মোহাম্মদ নোমান হোসেন বলেন, সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় ঔষুধদের দোকান, কাঁচা বাজার, মুদির দোকান এগুলো শুধু মাত্র খোলা থাকবে।
এছাড়া গণপরিবহন সহ অন্য সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে।তিনি আরও বলেন জনসমাগম সহ বিভিন্ন হাট বাজার এবং বিয়ের আয়োজন বন্ধ রাখার জন্য জনসাধারণকে নির্দেশ দেন।