জনতার বাণী অনলাইন ডেস্ক,
করোনা ভাইরাস মোকাবেলায় সরকারকে ২ লক্ষ পিস সার্জিক্যাল গাউন দিচ্ছেন বাঁশখালীর সি.আই.পি মুজিব
করোনা মোকাবেলায় সরকারকে সহায়তা মূলক ২ লক্ষ পিস সার্জিক্যাল গাউন দিয়ে বিশাল সহায়তার হাত বাড়িয়ে দিলেন চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী উপজেলার সন্তান স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মুজিবুর রহমান (সি আই পি)
করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যকর্মীদের জন্য সার্জিক্যাল গাউন তৈরী করেছেন “স্মার্ট গ্রুপ” ইতোমধ্যে বাংলাদেশ সরকারের প্রতিনিধির কাছে ৫০ হাজার পিস সার্জিক্যাল গাউন প্রদান করেছেন স্মার্ট গ্রুপের প্রতিনিধি টিম। বাকী দেড় লক্ষ পিস সার্জিক্যাল গাউন খুব শীগ্রই সরকারের নিকট হস্তান্তর করবেন স্মার্ট গ্রুপ ।