নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে ৪ টি দেশ ছাড়া সকল দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ বাংলাদেশ।

দেশগুলো হচ্ছে- চীন, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও হংকং।

এর মধ্যে কয়েকটি দেশ এর আগে সেদেশের সঙ্গে অন্য দেশের বিমান চলাচল বন্ধ করেছিল নভেল করোনাভাইরাস সংক্রমণের কারণে।

১০টি দেশের সঙ্গে আগামী ৩১ মার্চ পর্যন্ত বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদ উল আহসান।

তিনি বলেন, “এই দেশগুলো থেকে কোনো ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারবে না।

“এ সংক্রান্ত নোটিস টু এয়ারম্যান (নোটাম) জারি করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ২১-৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।”

নভেল করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারী রূপ নেওয়ায় গোটা পৃথিবীতে বিমান চলাচল সীমিত হয়ে পড়েছে। এর ফলে এয়ারলাইন্সগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here