নিজস্ব প্রতিবেদক. সংবাদদাতা মোঃ মহিউদ্দিন,
আনোয়ারা উপজেলায় কোয়ারান্টাইন অমান্যে দশ হাজার টাকা জরিমানা।
করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক পুরো বিশ্ব। সেখানে নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোয়ারান্টাইনের ব্যবস্তা করা হলেও সেটা অমান্য করাই দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের ৮’নং ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে প্রবাসী মোহাম্মদ ইদ্রিসকে।
অর্থদন্ড প্রাপ্ত মোহাম্মদ ইদ্রিস গত ৮’ই মার্চ দুবাই থেকে বাংলাদেশে আসেন।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন আমরা খবর পেয়ে বরুমছড়া গ্রামে পৌছালে মোহাম্মদ ইদ্রিস কোয়ারেন্টাইন অমান্য করায় তাকে দশ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।