জনতার বানী অনলাইন সংস্করণ,
এবার ভারতের সেনাবাহিনীতেও আক্রমণ করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। ভারতীয় এক সেনা সদস্যের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত ছুটিতে ছিলেন ওই সেনা সদস্য। তারপর কাজ যোগ দিতেই তার দেহ ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ল।

সম্প্রতি ইরান থেকে তীর্থ করে ফিরেছেন ওই সেনা সদস্যেরে বাবা। তার মা, বাবা, স্ত্রী, সন্তানকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ জানিয়েছে, বর্তমানে করোনাভাইরাসের দ্বিতীয় দফার মধ্যে দিয়ে যাচ্ছে ভারত। এই পরিস্থিতিতে দেশে মোট ৭২ ল্যাবরেটরি চালু করা হয়েছে।

সংস্থার ডিরেক্টর ডা. বলরাম ভার্গব জানিয়েছেন, এই সপ্তাহের শেষ দিকে আরও ৪৯ টি ল্যাবরেটরি চালু করা হবে। দেশের সব ল্যাবের জন্য গাইডলাইন প্রকাশ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here