হাজী এম এ কালাম সরকারি কলেজে বৃক্ষ রোপনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উৎযাপন করা হয়। ১৭ মার্চ সূর্যদোয়ের সাথে সাথে কলেজের অধ্যক্ষ জনাব ও আ ম রফিকুল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ১১ ঘটিকায় কলেজ শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষের সভাপতিত্বে সকল শিক্ষকের উপস্থিতিতে বঙ্গবন্ধুর শতবর্ষ জন্ম বার্ষিকীর শুভেচ্ছা উন্মুক্ত আলোচনা সভা করা হয়।এ সময় বঙ্গবন্ধুর রূহের মাগফিরাত কামনা, এবং বাংলাদেশকে করনা ভাইরাস মুক্ত রাখার জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অতপর অধ্যক্ষের নেতৃত্বে কলেজের মাঠের চারপাশে বৃক্ষ রোপন করে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উৎযাপন করা হয়।
এর আগে মুজিব জন্ম শতবর্ষ উদযাপনের ধারাবাহিক অনু্ষ্ঠান মালায় ১৬ মার্চ কলেজ মিলয়াতনে অনুষ্ঠিত হয় “পরিবেশ সংরক্ষণে বৃক্ষ রোপনের তাৎপর্য ” শীর্ষক এক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ নাইক্ষংছড়ি উপজেলা সভাপতি আলহাজ্ব অধ্যাপক শফিউল্লাহ। বক্তব্য রাখেন দলের সহ সভাপতি তসলিম ইকবাল চৌধুরী ,সেক্রেটারি মোহাম্মদ ইমরান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবদুস সাত্তার। কলেজ অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলামের সভাপতিত্বে ও মুজিব জন্মশতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব সিনিয়র প্রভাষক জনাব নীলোৎপল বডুয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ বশির আহমদ, সহকারী অধ্যাপক এমদাদুল্লাহ মোঃ ওসমান, সহকারী অধ্যাপক মোঃ শাহ আলম প্রমূখ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here