নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শীল পাড়া গ্রামে আগুণ লেগে ৭ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় এই দূর্ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

জানা যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৫’নং ওর্য়াডের শীল পাড়া গ্রামের ডা. মতি লালের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুণ লেগে অনিল শীলের পুত্র লিটন শীল, মহানবাশীর পুত্র হিমাসং শীল, সাধন শীলের পুত্র সাগর শীল, সমীল শীলের পুত্র বিকাশ শীল, শান্তি শীলের পুত্র টিকু শীল ও শকু শীল, কগেন্ধ শীলের পুত্র প্রবাত শীলের বসতঘর পুড়ে যায়।

এই ব্যাপারে জানতে চাইলে স্থানীয়রা সাংবাদিকদের বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৭টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে আনোয়ারা ফায়ার সার্ভিস ইনর্চাজ দুলাল কুমার মিত্র বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।আগুনে লেগে ৭ টি বসতবাড়ি পুড়ে যায়। স্থানীয় গ্রামবাসীদের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও, প্রায় ৩০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here