জনতার বাণী অনলাইন ডেস্ক,
করোনায় স্তব্ধ পুরো বিশ্ব ইতালি ও ইরানে থামছেনা মৃত্যু মিছিল।
করোনা ভাইরাসে ইতালি ও ইরানের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। নতুন করে ইরানে মারা গেছে ১৩৫ জন। এ নিয়ে দেশটিতে প্রাণহানি প্রায় এক হাজারের কাছাকাছি । ইতালিতেও ২ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা। স্পেনে প্রায় ৫’শ’। নিজ নাগরিকদের চলাচল ও বিদেশ ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও স্পেন। ভারতে মারা গেছে আরও একজন। বিশ্বব্যাপী প্রাণহানি ৭ হাজার ৩শ’ ৩৩ জন।
লকডডাউন ঘোষণার পর নিত্যপণ্য সংগ্রহে এমন দীর্ঘ সারি ফ্রান্স ও স্পেনের সুপারশপগুলোতে। জরুরি অবস্থা জারির পর স্পেন ছাড়ছেন অন্য দেশের নাগরিকরা।
অর্ধশত মানুষের প্রাণহানির পর ১৫ দিনের জন্য জনগনের চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ফ্রান্স। স্থগিত হয়েছে সভা-সমাবেশ, পারিবারিক বা সামাজিক অনুষ্ঠান।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, করোনার বিরুদ্ধে আমরা যুদ্ধে রয়েছি। মঙ্গলবার থেকে ইইউ ও সেনজেন জোনে প্রবেশে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৩০ দিনের জন্য ইউরোপীয় এবং অ-ইউরোপীয় সব দেশে ভ্রমণ স্থগিত।
ব্রিটেনে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে সরকারের পদক্ষেপের সমালোচনা করে বিক্ষোভ হয়েছে।
লন্ডনের মেয়র সাদিক খান বলেন, ‘পরিস্থিতি খুবই ভয়াবহ। এটা লন্ডনের বাণিজ্যক্ষেত্রে বিপর্যয় ডেকে আনবে। শুধু যে বাণিজ্যক্ষেত্রেই প্রভাব পড়বে তা নয়; বরং অনেকেই কাজ হারাবেন।’
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় চীনের উহান ছেড়েছেন ৪১টি মেডিকেল টিমের ৩ হাজার ৬শ’ চিকিৎসা কর্মী। এছাড়া ক্লিনিক্যালি পরীক্ষার জন্য একটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে চীর সরকার। যুক্তরাষ্ট্রেও চলছে, পরীক্ষামূলক ভ্যাকসিনের প্রয়োগ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সব মার্কিনির প্রতি নির্দেশনা, আগামী ১৫ দিন অযাচিত ঘেরাফেরা ও ১০ জনের বেশি জমায়েত পরিহার করুণ। সুখবর হলো, ক্লিনিকালি ভ্যাকসিন পরীক্ষার প্রথম ধাপ শুরু হয়েছে। ভাইরাস প্রতিরোধে থেরাপিসহ অন্য চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনেরও দ্বারপ্রান্তে আমরা।’
কানাডার নাগরিক ছাড়া অন্যদের দেশটিতে প্রবেশে জারি হয়েছে নিষেধাজ্ঞা। বিদেশফেরত কানাডীয়দের ১৪ দিন থাকতে হবে সেলফ আইসোলেশনে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, বিমান ক্রু, কূটনীতিক, মার্কিন নাগরিক ও কানাডার বাসিন্দা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। প্রয়োজন ছাড়া সব কানাডীয়কে দেশের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হলো।
ব্রাজিলে লকডডাউন ঘোষণার পর কারাগার ছেড়ে পালিয়েছে ১ হাজার কয়েদি।
ইরানে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানি। করোনা মোকাবেলায় ধনী দেশগুলোকে তৃতীয় বিশ্বের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
ইমরান খান বলেন, ‘প্রচলিত স্বাস্থ্য ব্যবস্থায় ভারত, পাকিস্তান বা আফ্রিকার দেশগুলোর পক্ষে এটি মোকাবিলা অসম্ভব। করোনা তৃতীয় বিশ্বের অর্থনীতিকে ধ্বংস করে ফেলবে।’
ভারতে নজরদারিতে ৫৪ হাজার মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পর এবার তাজমহলসহ বিভিন্ন রাজ্যের দর্শনীয় স্থানও বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটিতে।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে শঙ্কা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ জন্য জোরালো পদক্ষেপের পরামর্শ সংস্থাটির