অতীতের ভুল স্বীকার করে আগামী বছর অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের ব্যাপারে নীতিমালা শক্তিশালী করছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে এতে যে সামাজিক যোগাযোগমাধ্যমটির অপব্যবহার বন্ধ হয়ে যাবে, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে সংবাদ সংস্থা ইউএনবি এসব তথ্য জানিয়েছে। ফেসবুকের নীতিমালার পরিবর্তনগুলোর মধ্যে থাকছে ভেরিফিকেশন প্রক্রিয়া শক্তিশালীকরণ। এতে করে কেউ নির্বাচন, রাজনীতি, অভিবাসন ইত্যাদির মতো বড় বড় সামাজিক ইস্যুতে বিজ্ঞাপন বা প্রচার করতে চাইলে নিজের পরিচয় নিশ্চিত করতে হবে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন কি না, তা প্রমাণ করতে হবে। মধ্য সেপ্টেম্বরের শুরুতে এ ধরনের বিজ্ঞাপনদাতাদের সংশ্লিষ্ট সংস্থার ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর বা অন্যান্য সরকারি পরিচয়পত্র (আইডি) ব্যবহার করে তাঁদের গোষ্ঠীর পরিচয় নিশ্চিত করতে হবে। ফেসবুকে মিথ্যা তথ্য বা গুজব ছড়িয়ে কোনো কিছুতে প্রভাব বিস্তারের অভিযোগের মুখে এমন পরিবর্তন আনছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে ফেসবুক কর্তৃপক্ষ বলছে, তারা প্রতিনিয়ত ভালো কিছু আনার চেষ্টায় থাকে।