জনতার বাণী অর্থনীতি ডেস্ক,
করোনার কারনে পোশাক খাতে ১৫ থেকে ৩০ শতাংশ অর্ডার বাতিল:
করোনার আঘাত লেগেছে দেশের ব্যবসা-বাণিজ্যে। শুরুতে আমদানি খাতে সংকট দেখা দিলেও এখন নেতিবাচক প্রভাব পড়ছে রপ্তানিতেও। এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে তৈরি পোশাক খাতে। ব্যবসায়ীরা বলছেন, কমছে ক্রয়াদেশ আবার কেউ কেউ চাইছে ডিসকাউন্ট। বিজিএমইএ সভাপতি জানান, আনুমানিক ১৫ থেকে ৩০ শতাংশ অর্ডার বাতিল হয়েছে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন থেকে করোনা ভাইরাস ছড়াতে শুরু করলেও এর থাবা থেকে বাদ পড়েনি ইউরোপ, আমেরিকা, জাপানসহ বড় অর্থনীতির কোন দেশই।
অনেক জায়গাতেই বন্ধ করে দেয়া হয়েছে দোকান। কমেছে স্থানীয় কিংবা আমদানি-রপ্তানি বাণিজ্যের পরিসর। বেশি আক্রান্ত স্থানগুলোতে বিভিন্ন ব্র্যান্ড নির্দিষ্ট সময়ের জন্য গুটিয়ে নিয়েছে তাদের আউটলেট। সবমিলিয়ে ধীরগতি বিশ্বঅর্থনীতিতে।
ফলে স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়ছে বাংলাদেশের বাণিজ্যেও। শুরুতে আমদানি খাতে সংকট দেখা দিলেও এখন নেতিবাচক প্রভাব পড়ছে রপ্তানি খাতে। ব্যবসায়িরা বলছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তৈরী পোশাক খাত।
তবে মোট ক্ষতির পরিমাণ কত এবং ভবিষ্যতে কি পরিস্থিতি তৈরি হতে পারে তা স্পষ্ট নয় ব্যবসায়িদের কাছে। এমন অবস্থায় সরকারের কাছে থেকে ব্যবসা-বাণিজ্য সহায়ক পদক্ষেপ চেয়েছেন তারা।
সম্প্রতি কোভিড-১৯ বা করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।