আন্তর্জাতিক ডেস্ক,
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ইতালি সরকারের জরুরি অবস্থা ঘোষণার পরও মৃত্যুর কোন কমতি নেই। গত ২৪ ঘন্টায় (১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার) ১৮৯ জন মারা গেছে। 

এ নিয়ে ইতালিতে মোট মৃত্যুর সংখ্যা  ১ হাজার ১৬ । অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে, এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৫ হাজার ১১৩। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬৫১ এর একদিন পূর্বে ছিল ২৩১৪।

করোনাভাইরাসের কারনে গোটা ইতালি থমকে আছে।
করোনারভাইরাসের কারনে রোমের ক্লোসিয়াম, ফোনতানা ত্রেভিসহ দর্শনীয় স্থানগুলো বন্ধ করে দেয়া হয়েছে। গোটা ইতালির জনগণ এখন বন্দী জীবনবাস করছে। সুপার মার্কেটগুলোতে একসঙ্গে সবাইকে প্রবেশ করতে দেয়া হচ্ছেনা।

নিয়ন্ত্রণের মধ্যে চলছে সরকার ঘোষিত প্রতিষ্ঠান। যানবাহনও আগের মত চলাচল না করায় বেড়ে গেছে যাত্রী দুর্ভোগ। ইতালি সরকার জুসেপ্পে কোন্তি করোনার মহামারী সামাল দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা একের পর অব্যাহত রেখেছে।

এদিকে ২ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। দুজনই উত্তর ইতালিতে থাকেন। বর্তমান তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে। জানা যায়, দুজনের মধ্যে একজনের দেশের বাড়ি মাদারীপুর, অন্যজনের কুমিল্লা।

উল্লেখ্য, করোনার আঘাতে গোটা ইতালি ফাঁকা হয়ে গেছে। সরকার নতুন ডিক্রি জারি করে সব প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। সরকারের অনুমোদিত প্রতিষ্ঠান ছাড়া কোন ব্যবসা প্রতিষ্ঠান খোলা নেই। হাতেগোনা কয়েকটি ইন্ডাস্ট্রি খোলা রয়েছে শর্ত সাপেক্ষে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here