জনতার বাণী ডেস্ক,
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে কাউন্সিলর পদে লাটিম প্রতীক বরাদ্দ পেলেন মোহাম্মদ মোরশেদ আলম ।
সোমবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামান নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্ধ করেন। এসময় লটারী ড্রয়ের মাধ্যমে লাটিম প্রতীক পান বর্তমান কাউন্সিল মোরশেদ আলম ।
লাটিম প্রতীক পাওয়ার পর এক বিবৃতিতে আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চসিক নির্বাচনে কাউন্সিলর পদে তাঁকে লাটিম প্রতীকে ভোট দেওয়ার জন্য ৮নং শুকল বহর ওয়ার্ডের সম্মানিত ভোটারদের কাছে আহবান জানিয়েছেন ও এলাকাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
এছাড়া তিনি ৮ নং শুলক বহর ওয়ার্ড হতে বর্তমান কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে (১৯ ফেব্রুয়ারী) ৮ নং শুলক বহর ওয়ার্ড হতে ২য় বারের মত কাউন্সিলর পদে একক প্রার্থী হিসেবে সরকার দলীয় মনোনয়ন পান তিনি।
গত ১৬ ফেব্রুয়ারী নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ বানিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হইবে।
নির্বাচন কমিশনের নতুন নিয়মানুযায়ী ঐদিন ভোট গ্রহণ ৮’টার পরিবর্তে সকাল ৯’টা থেকে বিকেল ৫’ঘটিকা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলবে