মুহাম্মদ নূরুন্নবী
দুষ্ট মেয়ে হয়েও আমি
দুষ্টামি বেশী করি না,
মিষ্টি কথা বললে আমায়
দুষ্টামি আর ছাড়ি না।
যখন আমায় বকেন কেহ
হাসতে ভুল করি না,
সহ্য ধৈর্য্য গুণের দ্বারা
মনের কথা শুধাই না।
যখন কেহ চায় সহায়তা
দিতে ভুল করি না,
সবার জন্য দোয়া করে
সওয়াব পেতে ভুলি না।
মা আমায় অনেক ভালো
থাকেন পিছু পিছু,
সময় সময় মা যে আমায়
দেন কত কিছু।
বাপ যে আমার ঠান্ডা মেজাজ
কভু আমায় বকেন না,
ভালো-মন্দ সকল বিষয়
শেয়ার করতে ভুলি না।
কথা আমি বলি প্রচুর
বেফাঁস কিছু বলি না,
কাউকে কভু কষ্ট দিলে
মাপ চাইতে ভুলি না।