বিশ্বে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস (কোভিড ১৯)। বাড়ছে মৃত্যুর সংখ্যা। এখন পর্যন্ত চীনের পর সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়া।
বিশ্ব জুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যাও প্রায় ৯০ হাজারের কাছাকাছি।
সর্বশেষ পাওয়া সংবাদ অনুযায়ী চীনের হংকং, ম্যাকাও ও তাইওয়ানসহ ৬৯ দেশে ভাইরাসটি ছড়িয়ে যাওয়ার খবর মিলেছে।
এদিকে, দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাস দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত দেশটিতে ৪ হাজার ২১২ জন আক্রান্ত হয়েছে। নতুন করে আক্রান্তের সংখ্যা ৪৭৬ জন। মারা গেছে ২৬জন। ইরানেও মৃতের সংখ্যা বেড়েই চলছে। ইতালিসহ ইউরোপেও করোনা আতঙ্ক ক্রমশ বাড়ছে।
সোমবার (২ মার্চ) মার্কিন যুক্তরাষ্ট্রে আরও এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। এই নিয়ে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে দুই জনের মৃত্যু হলো।
করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলো হচ্ছে:
চীন, দক্ষিণ কোরিয়া, ইতালি, ইরান,জাপান, ফ্রান্স, জার্মানি, সিঙ্গাপুর, হংকং, যুক্তরাষ্ট্র, স্পেন, বাহরাইন, কুয়েত, থাইল্যান্ড, তাইওয়ান, যুক্তরাজ্যে, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, কানাডা, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ইরাক।
নরওয়ে, ভিয়েতনাম, অস্ট্রিয়া, সুইডেন, ম্যাকাও, ইসরায়েল, লেবানন, হলণ্ড, সান মেরিনো, ক্রোয়েশিয়া, গ্রীস, ইকুয়েডর, ফিনল্যান্ড, ওমান, মেক্সিকো, ডেনমার্ক, পাকিস্তান, ফিলিপাইন, আলজেরিয়া, আজারবাইজান।
চেকপ্রজাতন্ত্র, জর্জিয়া, আইসল্যান্ড, ভারত, কাতার, রুমানিয়া, বেলজিয়াম, ব্রাজিল, মিশর, ইন্দোনেশিয়া।
রাশিয়া, আফগানিস্তান, আর্মেনিয়া, বেলারুশ, কাম্বোজ , ডোমিনিকান প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আয়ারল্যান্ড, লিত্ভা, লাক্সেমবার্গ, উত্তর ম্যাসেডোনিয়া, মোনাকো, নেপাল, নিউজিল্যান্ড, নাইজেরিয়া ও শ্রীলংকা।