চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত মেয়র প্রার্থী আবুল মনজুর আজ ২৭ ফেব্রæয়ারী বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন ২০২০ এর রির্টানিং অফিসার মোঃ হাসানুজ্জামান এর কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) প্রেসিডিয়াম সদস্য, অধ্যক্ষ ড. জাহেদ খান, কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম মহানগর সভাপতি মোঃ খোশাল খান, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মো: সরোয়ার উদ্দিন, চট্টগ্রাম জেলার সাধারন সম্পাদক মোঃ কামাল পাশা, মহানগর সহসভাপতি সুলতান মাহামুদ রনি, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ ফারুক, সহসভাপতি মোঃ রফিক, সাধারণ সম্পাদক আলী আকবর, এনপিপি নেতা মোঃ শফিউল আলম, মোহাম্মদ নাজিম উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ। এ সময় ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত মেয়র প্রার্থী আবুল মনজুর বলেন, আমরা একটি অবাধ, সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি। যেখানে ভোটারের নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, এনপিপি গণমানুষের অধিকার সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছে। মনোয়নপত্র দাখিল কালে বিপুল সংখ্যক এনপিপি’র নেতা কর্মী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here