অনলাইন ভার্সন, এম. জাফরান আদনান.
দৈনিক দেশ জনতার বানী,
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. মোহাম্মদ শাহাদাত হোসেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত দলীয় প্রার্থী মনোনয়ন বোর্ড ও স্থায়ী কমিটির বৈঠকে যৌথ সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ডা. শাহাদাতকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: রেজাউল করিম (রেজা) এ তথ্য নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটিতে মেয়র পদে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে মনোনয়ন দেওয়ায় নগরীর ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, সেচ্চাসেকদল দেশের বৃহত্তর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সন্তুষ্ট প্রকাশ করে।
এর আগে ডা. শাহাদাত ১৯ ফেব্রুয়ারী দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে দলীয় মনোনয়ন ফরম জমা দেন, তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র দলের সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন,
গত ১৬ ফেব্রুয়ারী নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ বানিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হইবে।
নির্বাচন কমিশনের নতুন নিয়মানুযায়ী ঐদিন ভোট গ্রহণ ৮’টার পরিবর্তে সকাল ৯’টা থেকে বিকেল ৫’ঘটিকা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলবে।