নিউজ ডেস্ক, অনলাইন.
২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে মহান এই দিবস পালন করেন ডাক দিয়ে যাই পূর্ব অঞ্চল।

বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের এই দিনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল বাংলার বীর সন্তানেরা। শহীদ হয়েছিলেন রফিক, জব্বার, বরকত, সালামসহ নাম না জানা বাংলা মায়ের অনেক সন্তান।

৫২’র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় অবনত জাতি।

২১ ফেব্রুয়ারী (শুক্রবার) সকাল ১০ ঘটিকায়, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, এই মমত্ববোধ আর ভাই হারোনোর শোকগাঁথা নিয়ে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ডাক দিয়ে যাই পূর্ব অঞ্চলের নেতৃবৃন্দরা চট্টগ্রাম শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে শহীদদের প্রতি এই শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর ছাত্র কল্যাণ সংগঠন, ডাক দিয়ে যাই পূর্ব অঞ্চলের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিৎ কর বাবু, চট্টগ্রাম আইন কলেজের সাবেক জি.এস ম জ আলম রবিন, ডাক দিয়ে যাই পূর্ব অঞ্চলের অর্থ সম্পাদক রুবেল হোসেন নীল ও কেন্দ্রীয় নেতা সজিব সেন, সাঈম, সাঈদ, আরিফ, শাহেদ প্রমুখ।

১৯৫২ সালের এই দিনে (২১ ফেব্রয়ারী) রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বাংলা ভাষাভাষি মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ পাকিস্তানী শাসকগোষ্ঠীর ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসেন। সেদিন ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেসকো) ১৯৯৯ সালে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ স্বীকৃতি দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here