নিউজ ডেস্ক,
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ২০২০ ইং এ মেয়র পদে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দলীয় মনোনয়ন ফরম জমা প্রদান করেছেন ডা. শাহাদাত হোসেন।
ডা. শাহাদাত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, এছাড়া চট্টগ্রাম জুড়ে খ্যাতিমান চিকিৎসক, সমাজসেবক ও ক্লীন ইমেজধারী রাজনীতিবিদ হিসেবে তার অনেক সুনাম রয়েছে।
১৯ ফেব্রুয়ারী (বুধবার) সন্ধায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে নমিনেশন পেপার জমা দিয়েছেন।
এসময় দলীয় প্রতিক ধানের শীষ মার্কা পাওয়ার জন্য দলীয় মনোনয়ন ফরম দানের সময় ডাঃ শাহাদাত হোসেনের সাথে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সহ সভাপতি ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সহ চট্টগ্রামের স্থানীয় নেতৃবৃন্দ।
গত ১৬ ফেব্রুয়ারী নির্বাচন কমিশন কতৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী মার্চের ২৯ তারিখে আসন্ন বন্দরনগরী চট্টগ্রাম (বানিজ্যিক রাজধানী খ্যাত) চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হইবে।
নির্বাচন কমিশনের নতুন নিয়মানুযায়ী ঐদিন ভোট গ্রহণ ৮টার পরিবর্তে সকাল ৯ থেকে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে।