আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সরকার দলের একাধিক নেতা দৌড়ঝাপ শুরু করেছেন,
তন্মধ্যে নৌকা প্রতীকে আ.লীগের দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করার জন্য বিএনপির সাবেক দলীয় মেয়র এম মনজুর আলম আ.লীগের দলীয় মনোনয়ন ফরম পূরণ করে জমা দিয়েছেন।
এনিয়ে ইতোমধ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী ও বিএনপি উভয় দলের নেতাকর্মীদের কাছে কৌতূহল সৃষ্টি হয়েছে।
সাবেক এই সিটি মেয়র ২০১০ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন নিয়ে আ.লীগের তৎকালীন চসিক মেয়র প্রয়াত আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে প্রথমবারের মত সিটি মেয়র নির্বাচিত হন।
২য় দফায় ২০১৫ সালে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করলে বর্তমান চসিক মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের কাছে পরাজিত হন।
২০১৫ সালের ১৭ জুন ভোটের দিন মাঝপথেই ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের পাশাপাশি রাজনীতি থেকেও সরে আসার ঘোষণা দেন মনজুর আলম।
সাবেক এই মেয়র তৎকালীন সময়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here