নিউজ ডেস্ক,
চট্টগ্রামের নগর পিতা হিসেবে চট্টগ্রাম মহানগরকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, আগামীর প্রজন্মকে সব ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি ও যৌতুক থেকে নিজেদের রক্ষা করতে হবে।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে চসিক আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মেয়র বলেন, বঙ্গবন্ধুর সুস্পষ্ট লক্ষ্য ছিলো-একটি সমৃদ্ধ জাতি ও উন্নত বাংলাদেশ, দেশের সব মানুষের মুখে হাসি ফোটানো এবং প্রত্যেকটি মানুষের অধিকার প্রতিষ্ঠা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪১ এর মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার রূপকল্প ঘোষনা দিয়েছেন। সেই উন্নত বাংলাদেশের জন্য আমাদের নতুন প্রজন্মকে, আগামীর প্রজন্মকে সব ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি ও যৌতুক থেকে নিজেদের রক্ষা করতে হবে।
এসময় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতি প্রতিরোধে উপস্থিত সকল নারী পুরুষকে শপথ বাক্য পাঠ করান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।