মুহাম্মদ নূরুন্নবী
ব্যথা যদি পাও মোদের ভুলে
ক্ষমিও সে অপরাধ,
তুচ্ছ মানুষ মোরা সকলে
দিও না মোদের অপবাদ।
দাওয়াত মোরা করছি শুধু
খোদার ছায়াতলে,
কেনো মোরা বন্দি হলাম
মিথ্যে মায়াজালে।
যে মায়াজাল গড়ছি মোরা
অন্তর যাচ্ছে মরে,
মানুষ মোরা হুষ হারালে
বিবেক যাবে দূরে।
দেখি যদি কভু পিঁপড়ার সারি
কিছু বিপরীতে চলে,
সাথিদের সাথে কিছু কথা তারা
মুখে মুখে বলে।
মোরাতো মানুষ শ্রেষ্ঠ মানি
দাওয়াত দিয়ে যাব,
রোজ হাশরে মালিকের কাছে
ভালো প্রতিদান পাব।