মুহাম্মদ নূরুন্নবী
আমি যে মহাপাপী এসেছি তব দ্বারে
ক্ষমা করো প্রভু ক্ষমা করো মোরে।
সারাটি জীবন কাটালাম বিপথে
বারণতো কিছু মানলাম না,
ক্ষমা চাহিতে আজি তব দুয়ারে
না দাঁড়িয়ে পারলাম না।
বেলা গেলো সন্ধ্যে হলো
বৃথায় শুধু জীবন গেলো
আমি যে এক মহাপাপী
পাপমোচন করো প্রভু হে আমায়।
খেলনা নিয়ে খেলে শিশু
মাঠির ধূলোয় হয় যে মলিন,
আমি তেমন পাপে পাপে
হয়েছি যে পুরোয় মলিন।
পাপের কথা স্বীকার করে
চাইছি ক্ষমা বারে বারে,
তুমি না ক্ষমিলে মোরে
কার সাধ্যি ক্ষমিবে মোরে।
ক্ষমা করো প্রভু ক্ষমা করো মোরে।
