মুহাম্মদ নূরুন্নবী

আল্লাহকে করিব স্মরণ,প্রতিক্ষণ

করিলে স্মরণ সিক্ত হবে মোর তনুমন।

যদ্যপি কখনো বিপদ ঘটে

অধীর হবো না কোনো মতে

স্মরিব সদা প্রিয় রবকে

মানিব নবীর সুন্নাহকে।

সমর সলিলে কারো রোষানলে

পতন ঘটিলেও কোনো ছলে

ভুলিবো নাকো ছিাড়িবো না আমি

ক্ষমা চাওয়া অশ্রুজলে।

রব হে প্রিয় তুমি আমায়

সৃজন করিছো ডাকিতে তোমায়

ডাকিতে নারি তব হুকুমে

ক্ষমিও আমায় হে প্রিয় রব।

মাতৃজটরে থাকাকালে

মোর বেড়ে উটা রক্তজলে

পাঠিয়েছো মোর জীবনোপকরণ

না চাহিতে মোর স্বভাবছলে।

তুমিতো মোদের জানিয়েছো

না ফিরাতে কোনো ভিক্ষুকেরে

আমিতো তোমার ক্ষমার ভিখারী

ফিরাবে আমায় কেমন করে।

ক্ষমিও হে রব, ক্ষমিও মোরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here