প্রায় ১০ বছরের বেশী সময় ধরে ৫১ বছর বয়সী বেলজিয়ামের শিল্পী ডেলফিন বোল রাজা আলবার্টকে তার পিতা দাবী করে আইনি লড়াই করে আসছিলেন। রাজা আলবার্টকে এই আইনি লড়াই এর মোকাবেলা করতে হচ্ছিল। যদিও তিনি ক্ষমতায় থাকতে এই লড়াই থেকে সাময়িক ভাবে রেহায় পেয়েছিলেন কিন্তু ২০১৩ সালে তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পরলে রাজত্ব ছেড়ে দেন। এর পর আবার তার সাময়িক নিষ্কৃতি বাতিল হয়ে যায় আদালতে।

ডেলফিনের আইনজীবী সোমবার এক বিবৃতিতে জানান, প্রাক্তন রাজা এখন শিখেছেন যে ডিএনএ টেস্ট কি জিনিস। তাই ৮৫ বছর বয়সী প্রাক্তন রাজা বুঝতে পেরেছেন ডিএনএ টেস্ট এর ফলাফল কি হবে। এ কারনে অবশেষে তিনি ডেলফিন কে তার কণ্যা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আইনী লড়াই বন্ধ করে তিনি এখন ডেলফিন কে তার চতুর্থ সন্তান হিসেবে গ্রহণ করেছেন। তিনি বলেন ডেলফিন তার দীর্ঘ দুঃস্বপ্নের জীবনের অবসান করেছেন তার পরিচয় প্রতিষ্ঠা করার মাধ্যমে। ডেলফিনের পিতৃত্বের বিষয়টি জানাজানি হয়ে যাবার পর রাজা আলবার্ট তা নির্মম ভাবে প্রত্যাখ্যান করলে ডেলফিন ও তার সন্তানরা এর ভার সহ্য করতে পারছিলেন না। গত বছর মে মাসে রাজা ডিএনএ পরীক্ষা দিতে অস্বীকৃতি জানানোর পর আদালত রায় দিয়েছিল তাকে প্রতিদিন ৫০০০ ইউরো করে আর্থিক জরিমানা করা উচিত।

ডেলফিন বোল ২০০৫ সালে একটি সাক্ষাৎকারে সর্বপ্রথম রাজা আলবার্টকে তার পিতা দাবী করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here