নিউজ ডেস্ক,
৩ ম্যাচ T’20 সিরিজ খেলার জন্য পাকিস্তান পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। এ সিরিজকে ঘিরে পাকিস্তান নিয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশের সফর ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পাকিস্তান সরকার। প্রায় ১০ হাজার পুলিশ সদস্যকে দায়িত্ব দিয়েছে পাঞ্জাবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও সিরিজ চলাকালীন দায়িত্বে থাকবেন ১৭ এসপি, ৪৮ ডিএসপি, ১৩৪ ইন্সপেক্টর ও ৫৯২ জন আপার সাবঅর্ডিনেট।

নিরাপত্তা নিয়েই প্রশ্ন ছিল বাংলাদেশ দলের অধিনায়কের কাছে। সন্তুষ্টি জানিয়ে মাহমুদুল্লাহ বলেন, ‘এমন নিরাপত্তা আগে দেখিনি। এ মুহূর্তে এটা (নিরাপত্তা ব্যবস্থা) অনেক উপভোগ করছি। নিরাপত্তার দিক থেকে বলব, পাকিস্তান আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে। আমি সব ব্যবস্থাপনায় সন্তুষ্ট।’
সংবাদ সম্মেলনে নিরাপত্তা প্রসঙ্গ নিয়েই মাহমুদউল্লাহ রিয়াদকে প্রশ্ন করা হয় সেখানে বাংলাদেশের অধিনায়ক বললেন, ‘আপাতত শুধু মাঠের খেলাতেই মন দিতে চাই। আমরা যখন বিমানে উঠি তখনই বিষয়টি মাথা থেকে ঝেড়ে ফেলেছি। এ মুহূর্তে আমরা পাকিস্তানে ভালো ক্রিকেট খেলার কথা ভাবছি। ভালো খেলে দেশে ফিরতে চাই।’
টি-২০ র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান এক নম্বরে। বাংলাদেশ ৯ নম্বরে। তবে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও পাকিস্তানের সঙ্গে লড়তে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল।
মাহমুদুল্লাহ বলেন, ‘রেটিং নিয়ে ভাবলে সেটা আপনার খেলায় প্রভাব পড়বে। আমরা তাই বিষয়টি নিয়ে ভাবতে চাই না। আমরা জানি পাকিস্তান খুব শক্তিশালী দল। তারা টি-২০তে ধারাবাহিক সেটা আমরা দেখেছি। র‌্যাঙ্কিংয়েও সেটা আমরা দেখছি। তবে আমাদের টি-২০ গ্রাফের দিকে তাকালে দেখবেন সেটি বেশ ভালো। শেষ সিরিজটাও (ভারতের বিপক্ষ) আমাদের ভালো গেছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here